Share

আপনার ব্লগার ব্লগে কিভাবে ফ্রী .TK ডোমেইন সেটআপ করবেন



আপনার ব্লগার ব্লগে কিভাবে ফ্রী .TK ডোমেইন সেটআপ করবেন? ফুল টিউটোরিয়াল!!!

 মহা মূল্যবান ডোমেইন ফ্রী পেলে সবারই খুশিতে মন লাফিয়ে ওঠা অস্বাভাবিক কিছু নয়! কিন্তু মনটা তখনই মলিন হয়ে যায়,
যখন কেউ ঠিকমত ফ্রী ডোমেইন সেটআপ দিতে পারে না! মন খারাপ বা চিন্তার কিছু নাই, আজ আপনাদের ব্লগার ব্লগে ফ্রী .TK ডোমেইন সেটআপ করার ফুল টিউটোরিয়াল দেখাবো। আপনাদের রিকুয়েস্টের জন্য খুব সহজভাবে টিউটোরিয়াল তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি টিউটোরিয়াল থেকে ফ্রী .TK ডোমেইন সেটআপ করতে আপনিও পারবেন। ধন্যবাদ
Free Dot TK Domain

১।  ফ্রী .TK ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য প্রথমে http://www.dot.tk  সাইটে ঢুকুন
২। Register Domain আপনার কাংখিত ডোমেইনটির নাম লিখুন (.tk ছাড়াই লিখুন)
৩। ডোমেইনটি যদি এভোলেবল থাকে তাহলে Go তে ক্লিক করুন।dot.tk-1

৪। ডোমেইনটি যদি এভোলেবল থাকলে নতুন পেজ ওপেন হবে। সেটি রেজিস্ট্রেশন ফর্ম
৫। এখন Forward this domain to সিলেক্ট করে আপনার ব্লগার ব্লগের নাম লিখুন। যেমনঃ http://www.mashablebd.blogspot.com
[ বিঃদ্রঃ অনেকেই ভাবতে পারেন, আগেই কেন DNS সেটিংস করা হল না কেন! এটির কারণ- পরে DNS বসাবো তাই, আগে রেজিস্ট্রেশন করে নিচ্ছি। ]dot.tk-2

৬। এরপর Registration Length থেকে 12 months সিলেক্ট করুন। ( এতে বৎসর পর পর Renew করতে হবে )
৭। তারপর কেপাচা পূরণ করুন। যা যা ব্যাকা করে লেখা আছে সেসব ঠিকমত বক্সে লিখুন
dot.tk-3

৮। রেজিস্ট্রেশন ফর্মের ঠিক নিচে Sign Up লেখা আছে। সব সঠিকমত পূরণ করে Sign Up ক্লিক করুন
dot.tk-4

৯। সাইন আপ করলে নতুন পেজ অটোম্যাটিক ওপেন হবে- http://my.dot.tk
১০। লগইন পেজে আপনি ইচ্ছামত যেকোনো Account থেকে Sign In করতে পারবেন
১১। জিমেইল, ইয়াহু অথবা ফেসবুক থেকে Sign In করতে পারেন। তবে জিমেইলই সবচেয়ে ভালো হবে
dot.tk-4.1

১২। Account থেকে Sign In করার কিছুক্ষণ পরই সাইট প্যানেলে রিডাইরেক্ট হবে। আপনি তখন আপনার ডোমেইন প্যানেলে প্রবেশ করবেন
১৩। নিচের ছবির মত Dot TK ডোমেইন প্যানেল ওপেন হবে। এখন আপনি Go to domains ক্লিক করুন
ak-.tk

১৪।  Go to domains ক্লিক করা পর নতুন পেজ ওপেন হবে, সেখানে আপনার কাংখিত ডোমেইনের ডানদিকে Modify অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করুন
ak-.tk-2
১৫। Modify অপশনে ক্লিক করলে একটি পপআপ উইন্ডো ওপেন হবে
১৬।  এখন আপনার ডট TK সাইট( পপআপ উইন্ডো ) ওভাবে ওপেন রেখে, New Tab খুলুন
১৭। নিউ ট্যাব থেকে আপনার ব্লগার ব্লগে লগ ইন করুন
১৮। এখন ব্লগ থেকে Settings->Basic ক্লিক করুন
১৯। সেখানে Publishing এর আন্ডারে BLog Address দেখতে পাবেন
২০। তারপর +Add a custom domain  ক্লিক করুন
dot.tk-5

২১। নিচের ছবির মত Advanced settings এর বক্সে www. সহ আপনার রেজিস্ট্রেশন করা ডোমেইনটি লিখুন এবং save করুন
[ বিঃ দ্রঃ  Save ক্লিক করলে এটি সাধারণত Error আসবে কিন্তু গুগল আপনাকে DNS সেট করার জন্য host Target দেবে। কারণ- যেহেতু, DNS ইন্সট্রাকশন এর পেজ বন্ধ, তাই এই বিকল্প পদ্ধতি। ]
dot.tk-5.1

২২। Save ক্লিক করার সাথে সাথে  নিচের ছবির মত  Host name এবং Destination আসবে, যেগুলা আপনাকে Dot TK ডোমেইন প্যানেলে গিয়ে বসাতে হবে। অর্থাৎ,
উদাহরণঃ
Host ----------------------- Destination/IP Address
www                          ghs.google.com      -(এটা সবার জন্য একই)
xxxxx                        gv-xxxx.dv.googlehosted.com   -(সবার জন্য ভিন্ন)

dot.tk-6
২৩। আপনি আপনার Host এবং Destination গুলি কপি করে রাখুন। আর Save এখনই ক্লিক করবেন না!!  আমরা Save ক্লিক করবো DNS সেট করার আধা/এক ঘণ্টা পরে
[ অথবা, আপনি চাইলে পেজটি বন্ধ করতে পারেন, তখন পরে সেটি ওপেন করে www. সহ ডোমেইন লিখে Save করতে হবে। ]

২৪। এখন DOt TK ডোমেইন প্যানেল থেকে আপনার ডোমেইনের ডান পাশে Modify ক্লিক করুন। এরপর একটি পপ-আপ উইন্ডো ওপেন হবে
dot.tk-8

২৫। DOt TK DNS Service সিলেক্ট করে  ওপরের উদাহরণ ছবি অনুযায়ী কাজ করতে হবে। এটি সব চেয়ে গুরুত্বপূর্ণ কাজ! ভালো করে খেয়াল করুন
———————————————————————————————————————————————
  Type                                       Host Name                                       IP Address
———————————————————————————————————————————————
http://www.nirsoft.net/utils/usbdeview_icon4.gif CNAME Record                     www                                                 ghs.google.com
———————————————————————————————————————————————
http://www.nirsoft.net/utils/usbdeview_icon4.gif CNAME Record                (আপনার ব্লগ থেকে নং Host)           (আপনার ব্লগ থেকে নং Destination)
.                                          যেমনঃ xxxxx                                  যেমনঃ gv-xxxx.dv.googlehosted.com
———————————————————————————————————————————————
http://www.nirsoft.net/utils/usbdeview_icon2.gif A Record                            Your domain.tk                                216.239.32.21 অথবা 216.239.34.21
.                                             (www. ছাড়া লিখুন)                             216.239.36.21 অথবা 216.239.38.21
———————————————————————————————————————————————
মনে রাখুনঃ
·          প্রতিবার CNAME/A Record এর DNS গুলা অ্যাড করার সময় ডান পাশে Add New ক্লিক করবেন, আর সব শেষে যখন A record বসাবেন তখনও আপনাকে Add New ক্লিক করতে হবে। খেয়াল রাখুন আপনাকে মোটে তিন () বার Add New ক্লিক করা লাগবে

·         ব্লগের Destination আর ডোমেইন প্যানেলের IP Address একই জিনিস মানে, Destination গুলো আপনাকে IP Address বক্সে বসাতে হবে

·         যখন A Record বসাবেন, তখন আপনার কাংখিত TK ডোমেইনটা www. ছাড়াই লিখবেন। উদাহরণ- Yourdomain.tk

২৬। CNAME/A Record এর DNS গুলা ঠিকঠাক বসানোর পর  Save Changes ক্লিক করুন

২৭।  এরপর,
আধা/এক ঘণ্টা অপেক্ষা করুন DNS আপগ্রেট হওয়ার জন্য

২৮। মনে করে, ২৩ নং লাইন দেখুন সেখানে আমি আপনাদের পেজ খোলা/ওপেন রাখতে বলছিলাম। এখন DNS সেট করার আধা/ ঘণ্টা পর  “SAVE”  ক্লিক করুন। দেখবেন আপনার কাংখিত .TK ডোমেইন সেট হয়ে গেছে
২৯। আরেকটু ছোট কাজ বাকি আছে, সেটা Naked Domain রিডাইরেক্ট করা
dot.tk-10
৩০। আপনি এখন আপনার সেট করা .tk ডোমেইনের ডান পাশে Edit ক্লিক করুন। ডোমেইনের নিচে Redirect লেখার বাম পাশেটিক চিহ্ন দিন। এবং SAVE করুন। ব্যাস! এখন যদি কেউ আপনার সাইট www ছাড়াও এন্টার করে তাও আপনার সাইটে ঢোকা যাবে। এর মূল রহস্য A Record IP Address সেট করার জন্য। :)

উপরের ৩০ টা ধাপে আপনাদের ফ্রী .TK ডোমেইন সেটআপ করা শিখিয়ে দিলাম। আশা করি সবাই পারবেন। যদি কোন সমস্যা হয়, ফেসবুকে আমার সাথে যোগাযোগ করুন। আমি সকল সমাধান দিয়ে দিবো। ধন্যবাদ
———————————————————————————————————————————————
———————————————————————————————————————————————
 আপনাদের জন্য পোস্ট তৈরি করতে করতে একটি বাংলা আইটি নিউজ সাইট বানিয়ে ফেললাম!!!